| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই : ব্রিটিশ প্রধানমন্ত্রী


ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই : ব্রিটিশ প্রধানমন্ত্রী


রহমত নিউজ ডেস্ক     02 October, 2023     02:05 PM    


ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, জরুরিভিত্তিতে ইউক্রেনে সামরিক প্রশিক্ষকদের মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। প্রতিরক্ষামন্ত্রী যা বলেছেন তা হলো ভবিষ্যতে হয়ত আমাদের কিছু প্রশিক্ষণ ইউক্রেনে দেওয়া হতে পারে। কিন্তু এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, এই মুহূর্তের নয়। বর্তমান সংঘাতে লড়াইয়ের জন্য কোনও ব্রিটিশ সেনাকে পাঠানো হবে না।

রবিবার (১ অক্টোবর) ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস ইউক্রেনীয়দের প্রশিক্ষণ দিতে ব্রিটিশ সেনাদের ইউক্রেনে পাঠাতে চান বলে এক সাক্ষাৎকার দেওয়ার পর তিনি এসব কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সাক্ষাৎকারে বলেছিলেন, ইউক্রেনে ব্রিটিশ সামরিক প্রশিক্ষক মোতায়েন করতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর থেকে ব্রিটেন ও পশ্চিমা মিত্ররা সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দিয়ে আসছে। তবে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে সেনা পাঠানো থেকে বিরত থেকেছে তারা। মূলত রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া এড়াতেই এমন পদক্ষেপ।

শ্যাপসের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় হুমকি দিয়ে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিতে আসা যেকোনও ব্রিটিশ সেনা রুশবাহিনী বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে এবং ধ্বংস করা হবে।

গত বছর প্রায় ২০ হাজার ইউক্রেনীয় সেনাকে পাঁচ সপ্তাহের সামরিক প্রশিক্ষণ দিয়েছে ব্রিটেন। আগামীতেও দেশটির সমান সংখ্যক সেনাকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা রয়েছে।